সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ও ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
সোমবার দিবাগত রাতে শিবগঞ্জের তোহাখানা ও নামোচকপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা এবং ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কামরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা নামক স্থানে অভিযান চালায়। অভিযান কালে মালিকবিহীন ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

 

তিনি আরো জানান, চকপাড়া বিওপির অপর অভিযানে সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ দু’টি ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অধিনায়ক।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ | সময়: ৯:১৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর