রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।
সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মামুনুর রশীদ ওরফে মামুন (৩০)। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম নুরুল ইসলাম ওরফে ফাকু।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর প্রতিবেশি তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে মামুন। ঘটনার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ধর্ষণ মামলা করেন। এই মামলায় তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালতে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ দুপুরে আদালতে এ রায় ঘোষণা করা হয়।


প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর