পদ্মায় ৭ হাজার মিটার কারেন্ট জাল-মা ইলিশ জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও আড়াই কেজি মা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে বোগলাউড়ি, মনোহরপুর ও দশরশিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও আড়াই কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্টের পাশাপাশি জব্দকৃত মা ইলিশ স্থানীয় ইয়াতিমখানায় বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। গত ৭ অক্টোর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।


প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২ | সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ