ব্যবসায়ীদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিাস্ট্রির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচনায় বৈশ্বিক মন্দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনাকালীন সময় অতিক্রান্ত করায় ব্যবসা বাণিজ্যের ধস নামে। ব্যবসা প্রতিযোগীতায় টিকা থাকার লক্ষ্যে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প ও টেকসই অর্থনীতি শক্তিশালী করার জন্য ব্যবসায়ীরা চেম্বার পরিচালনা পর্ষদ তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় চলমান পরিস্থিতিতে সরকারের রাজস্ব আহরনে-ভ্যাট, ট্যাক্স, সংশ্লিষ্ট ব্যবসার লাইসেন্স গ্রহণ, সর্বপরী ট্যাক্সের উপর ট্যাক্স আদায় ব্যবসায়ীগণ বিভ্রান্ত ও মানসিক যন্ত্রনার শিকার হয়ে পড়েছেন। বিষয়গুলি নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও পরিচালনা পর্ষদকে এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুজে বের করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি অনুষ্ঠানের সভাপতি সরকারের বাজার নিয়ন্ত্রন কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা, আমদানী রপ্তানী, কাঁচা মালের সংকট, বাজার ব্যবস্থা ধীরগতি, এই সকল বিষয়ে আগামী নভেম্বর মাসের শেষের দিকে একটি মতবিনিময় সভা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভার আয়োজন করার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়াও ব্যবসায়ীদের অনুরোধক্রমে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বাজার অভিযান চালানো থেকে বিরতি থাকার অহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ (সুমন), পরিচালক ফরিদ উদ্দিন, রিয়াজ আহম্দে খান, হারুন উর রশীদ, মোঃ মাসুম সরকার, আসাদুজ্জামান রবি, সাজ্জাদ আলী, মোস্তাফিজুর রহমান, মতিউল হক এবং আর ডি এ মার্কেট সমিতি, সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, পুস্তক প্রকাশনক ও বিক্রেতা সমিতি, জলিল বিশ্বাস মার্কেট ব্যবাসয়ী সমিতি, সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, রাজশাহী সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতি, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি, পরিবেশক ব্যবসায়ী সমিতি, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতি, ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতি, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতি, গণকপাড়া বাজার সমিতি, জেলা চামড়া ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, হড়গ্রাম বাজার ব্যবসায়ী সমিতি, বেসরকারী ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক মালিক সমিতি, আবাসিক হোটেল মালিক সমিতি, মনিবাজার ব্যবসায়ী সমিতি, বেকারী মালিক সমিতি, ফল ব্যবাসয়ী সমিতি, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, রিডা, বাংলাদেশ কম্পিউটার সমিতি, রাজশাহী পোল্ট্রি এ্যাসোসিয়েশন, রাজশাহী মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি, বিসিক শিল্প মালিক সমিতি ও রাজশাহীর বিভিন্ন শো-রুম যেমন: বে-সুজ, আড়ং, সেইলর, আধুনিক সিল্ক, দর্জি বাড়ী, গ্রামীন পোশাক, রিচ ম্যান, আমানা বিগ বাজার, স্যামসাং এর প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামিলা আফসারী আলম প্রীতি।


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২ | সময়: ৬:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ