সর্বশেষ সংবাদ :

বিনাটিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৩২ যাত্রীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: বিনাটিকিটে ভ্রমণ করায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ৩২ যাত্রীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার পাবনার ঈশ্বরদী বাইপাস থেকে রাজশাহী পর্যন্ত ট্রেনে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন। তাদের কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে।
মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকশিতে দাপ্তরিক কাজ সেরে তিনি ঢালারচর এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। তখনই বিনাটিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এ সময় টিকিটবিহীন ৩২ যাত্রী পাওয়া যায়।
এদের কাছ থেকে টিকিটের ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে। এ দিন মোট ৩২ জন যাত্রীর কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান তিনি।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর