সর্বশেষ সংবাদ :

লালপুরে মাজারের জমি দখলের চেষ্টা

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে হজরত শাহ সুফী বোরহান উদ্দিন বাগদাদী (রা:) এর মাজারের জমি অবৈধভাবে দখলের চেষ্টার ঘটনায় হাইকোর্টে করা মামলার নোটিশ পেয়ে মাজার কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সামছুল হককে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষ। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন মুক্তিযোদ্ধা সামছুল হক।
শুক্রবার গোপালপুরে হজরত শাহ সুফী বোরহান উদ্দিন বাগদাদী (রা:) এর মাজার মসজিদে বাদ জুম্মা এবিষয়ে মুসল্লিদের উদ্দেশ্যে কমিটির সাধারণ সম্পাদক সামছুল হক বলেন, ওই এলাকার মুস্তাক আহম্মেদ ও তার ভাইয়েরা বিভিন্ন ভাবে জাল দলিল তৈরী করে হজরত শাহ সুফী বোরহান উদ্দিন বাগদাদী (রা:) এর মাজার, মসজিদ ও এতিম খানার জমি অবৈধ ভাবে দখল করে তিনতালা ভবন নির্মাণের চেষ্টা করছে।
তাদের এই অপচেষ্টা বন্ধ করতে আমরা মসজিদ ও মাজার কমিটির পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়। তারা ওই মামলার নোটিশ পেয়ে গত ৩ অক্টোবর সন্ধ্যায় আমাকে ও মসজিদ কমিটির সদস্যদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। আমরা পরে রাতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করি। আমরা প্রশাসনের কাছে এর সুস্থ বিচার চাই।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ