সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ার দুইটি প্রতিষ্ঠানে জরিমানা

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর কর্তৃক বাজার তদারকির অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সহযোগীতায়, সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মালঞ্চি বাজার এলাকার মেসার্স ফারুক মেডিসিন মার্ট’র মালিক গোলাম ফারুককে ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ১৩ হাজার টাকা এবং মেসার্স শহিদুল স্টোরের মালিক শহিদুল ইসলামকে ৩৮ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ১ হাজার জরিমানা করা হয়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।


প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ