সিংড়ায় শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সোমবার শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে ইমান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মূত ইমান আলী উপজেলার ইটালী ইউনিয়নের মৃত মছির উদ্দিনের ছেলে।
ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম ও স্থানীয়রা জানান, সোমবার সকালে কৃষক ইমান আলী ছাতুয়া গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের পাশে তাল কুড়াতে যায়। আগে থেকেই পেতে রাখা শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমাম আলীর মৃত হয় বলে জানা গেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


প্রকাশিত: আগস্ট ৯, ২০২২ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ