জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ রাবি ছাত্রফ্রন্টের

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ প্রতিবাদ জানান। এসময় তারা অবিলম্বে তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে দাবি করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, রাষ্ট্র কোন রকম শুমারি ছাড়াই হঠাৎ রাতের অন্ধকারে তেলের মূল্য ৫০% বৃদ্ধি করেছে। কোন সভ্য দেশ জনগণকে বিপদে ফেলে এমনটা করতে পারে না। জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির প্রভাব এমন কোন ক্ষেত্র নেই যেখানে পড়বে না। শাকসবজি থেকে শুরু করে পরিবহন ভাড়া পর্যন্ত সমস্তকিছুর মূল্যবৃদ্ধি পাবে। অথচ মানুষের আয় বাড়েনি।

 

ইতিমধ্যেই ২০% মুদ্রাস্ফীতিতে জনগণের জীবন রুদ্ধশ্বাস। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এবার পরিস্থিতি আরো অসহনীয় হয়ে উঠবে।বক্তারা আরও বলেন, সরকার অর্থনৈতিক সংকটের কারণ হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে প্রতিষ্ঠিত করতে চাইলেও আসল কারণ বেনিয়াদের অর্থ পাচার। জুন পর্যন্ত অর্থ বছরের আমদানি রপ্তানির হিসাবে দেখা গিয়েছে চাল গমের মতো খাদ্যপণ্যে আমাদানি খরচতো বাড়েইনি বরং ৪.৪% কমেছে।

 

জ্বালানি তেলেও খরচ কমেছে ১১%। বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে প্রধানত শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির কারণে। অথচ তা অনুযায়ী শিল্পায়ন হয়নি, কাঁচামাল পরবর্তীতে পণ্য হিসেবে রপ্তানির পর রিজার্ভ আরো বর্ধিত হবার কথা ছিল, তা হয়নি। কেননা এসব পণ্য আমদানির নামে অর্থ পাচার করা হয়েছে। সরকার এ পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা না করে উল্টো সাধারণ মানুষের ওপরে এর দায় চাপাচ্ছে।

 

লুটেরাদের করা ক্ষতির ঘাটতি পূরণে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এমন এক সময়ে যখন সারাবিশ্বে তেলের দাম কমছে। কর্মসূচিতে সংঘগঠনের সংগঠক ফুয়াদ রাতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন অসীম দে, রন্জু শেখ, আশিকুর রহমান হৃদয়।

 

সানশাইন/তৈয়ব

 

 


প্রকাশিত: আগস্ট ৭, ২০২২ | সময়: ৯:২৭ অপরাহ্ণ | Daily Sunshine