সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২২ শেষ হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রেনাথ উরাঁও এর সভাপতিতে সমাপনী দিনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ড, মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, হারুনুর রশিদসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী স্টল গুলোর প্রথম, দ্বিতীয় তৃতীয় ও অংশগ্রনকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য গত সোমবার জেলা প্রশাসনের সহযোগিতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এ কর্মসূচির আয়োজন করেছে। সপ্তাহব্যাপী চলা এ মেলায় বিভিন্ন প্রকার ঔষধী, বনজ ও ফলদ চারা গাছ বিক্রয় করা হয়।


প্রকাশিত: আগস্ট ২, ২০২২ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ