মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ৬ দশমিক ৮৩ শতাংশ। দেশে গত একদিনে আরও ৬২৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করে ৬২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন। নতুন শনাক্ত ৬২৬ জনের মধ্যে ২৯১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।
গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ৬ দশমিক ৮৩ শতাংশ। আগেরদিন এই হার ৬ দশমিক ১৪ শতাংশ ছিল।