সর্বশেষ সংবাদ :

বাগমারার গোবিন্দপাড়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য আফজাল হোসেনের সঞ্চালনায় গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়েছে।
এসময় ছিলেন প্যানেল চেয়ারম্যান ফজলুর রহমান, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ফজের আলী, শহিদুল ইসলাম, আলা উদ্দিন, শহিদুল ইসলাম, খোরশেদ আলম, আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অনিমা রাণী, মরিয়ম বিবি, আসমা বিবি, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইলিয়াস খন্দকার।
এছাড়াও ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সুরাত আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কছিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, সাইদুর রহমান, আনোয়ার পারভেজ।
এসময় বাজেট ঘোষণা করেন গোবিন্দপাড়া ইউপি সচিব আসাদুজ্জামান লিটন। এতে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ সালের মোট আয় ২ কোটি ১৯ লাখ ৮৭ হাজার ৮৪২ টাকা। ব্যয় সমান।


প্রকাশিত: মে ৩১, ২০২২ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ