শনিবার, ২০শে আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিসিক শিল্পনগরীতে বুধবার ইবনাত ফিড মিলের উদ্বোধন করা হয়েছে। মেসার্স খালেক এন্টার প্রাইজের এই অঙ্গ প্রতিষ্ঠান মৎস্য ও প্রাণিখাদ্য উৎপাদন করবে। পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মিলের উদ্বোধন করেন।
তিনি উদ্যোক্ত হওয়ার জন্য যুবসমাজকে আহ্বান জানিয়ে বলেন, দেশ এখন শিল্পায়নের দিকে এগিয়ে চলছে। ভবিষ্যতে কারিগরী শিক্ষা ও জ্ঞান ছাড়া কর্ম পওয়া অত্যন্ত কষ্টকর হবে। তাই উদ্যোক্তা হতে হবে। এর মাধ্যমেও ভালভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের সহকারী মহাব্যাবস্থাপক দেওয়ান মো. মশিউর রহমান ও কাটাখালী শাখার ব্যবস্থাপক মাসুদ রানা। সভাপতিত্ব করেন মেসার্স খালেক এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।