সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে সশস্ত্র মহড়া চালিয়ে আমবাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার 

রাজশাহীতে বায়নামাসূত্রে মালিক দাবি করে সশস্ত্র মহড়া চালিয়ে আমবাগান দখলের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নিরাপত্তা নিশ্চিতপূর্বক জমিটি উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জাকির হোসেন। তিনি জেলার পবা উপজেলার দৌলতপুর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, আমাদের এলাকার ১৩ বিঘা ১০ কাঠা আমবাগানের বায়নামাসূত্রে মালিক দাবি করে সালাউদ্দিন রাজু, বিপ্লব ও সুজা নামে তিন ব্যক্তি জমিটি ঘিরে ফেলেছেন এবং টাঙিয়েছেন সাইনবোর্ড। জমিটি আমার নানার ছিল। এরপর সেটির অংশীদার হন আমার মা। পরে সেটির অংশ আমরা পাই।

জাকির হোসেন জানান, দখলকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালিয়ে আমবাগানটি ঘিরে ফেলার পর মীমাংসার জন্য থানায় বসতে চাপ দেন এবং হুমকি ধামকি দিতে থাকেন। কিন্তু তিনি আইনের আশ্রয় নিয়ে মামলা করেন আদালতে। তবে তাকে খুন করার হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সানশাইন / শামি


প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ | সময়: ১:৫৩ অপরাহ্ণ | Daily Sunshine