জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন, বাংলাদেশ, সদর দফতর, রমনা ঢাকা এর নির্দেশক্রমে সকল কেন্দ্রে এবং উপকেন্দ্রে একযোগে জেলা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্র চেয়ারম্যান প্রকৌঃ আবুল বাসার, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন) অধ্যাপক ড. প্রকৌঃ শামীমুর রহমান, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক) অধ্যাপক ড. প্রকৌঃ আব্দুল আলীম, সম্পাদক প্রকৌঃ নিজামুল হক সরকারসহ আইইবি রাজশাহী কেন্দ্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ প্রকৌশলীগণ। এছাড়াও অনুষ্ঠানে নেসকোলিঃ, এলজিইডি, গণপূর্ত, বিএমডিএ, রুয়েট, ওয়াসা সহ বিভিন্ন বিভাগ/প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ