সর্বশেষ সংবাদ :

পশ্চিমবঙ্গে শুরু হলো ‘পাড়ায় শিক্ষালয়’

ঢাকা অফিস: সোমবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হলো ‘পাড়ায় শিক্ষালয়’। সকাল থেকেই চলছে স্কুলের খোলা মাঠে খুদে শিক্ষার্থীদের লেখাপড়া। স্কুলে গিয়ে আবারও বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ায় খুশি কোমলমতি শিক্ষার্থীরা।

প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পড়ুয়াদের আবারও স্কুলের পরিবেশে ফেরাতে গত মাসেই ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের অন্দরে নয়, পার্ক-খোলা মাঠ কিংবা অন্য কোনও খোলা জায়গায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। যাতে প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দূরে না ছুটতে হয় শিক্ষার্থীদের। এদিন কোভিড বিধি মেনেই শুরু হয় পাঠদান। পড়ুয়াদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ রোধে মানা হচ্ছে শারীরিক দূরত্ব বিধিও। ‘পাড়ায় শিক্ষালয়ে’ রান্না করা খাবারও দেওয়া হবে পড়ুয়াদের। দুই বছর পর স্কুলের আমেজ ফিরে পাওয়ায় খুশি শিক্ষার্থীরা। কেউ ক্লাস টু-তে কিংবা থ্রি আবার কেউ প্রথমবার স্কুলে এসে বন্ধু বান্ধবের দেখা পেয়ে আনন্দে আত্মহারা হয়। শিক্ষার্থীরা অনলাইনের পরিবর্তে নিজে এসে আবারও ক্লাসে যোগ দেওয়ায় খুশি অভিভাবকরাও। তবে তাদের মতে, স্কুলে শুরু হোক ক্লাসে। নয়তো রোদ কিংবা বৃষ্টিতে বিপাকে পড়তে পারেন সকলেই। ফলে আবারও ব্যহত হতে পারে পাঠদান। তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলেই শিক্ষার্থীদের ফেরাতে চান অভিভাবকরা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২ | সময়: ৩:১৩ অপরাহ্ণ | সুমন শেখ