বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে রুকাইয়া ইসলাম মেঘলা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত রোকাইয়া উপজেলার বিড়ালদহ গ্রামের আব্দুল রউব রতনের মেয়ে। রুকাইয়া বিড়ালহদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
নিহতের বড় বোন সুরমা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে রুকাইয়া ইসলাম মেঘলা ঘুমাতে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে ডাকা-ডাকি শুরু করে পরিবারের লোকজন। এতে সাড়া না পেয়ে, সুরমার স্বামী মাসুম ঘরের দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে মেঘলা। সে কি কারণে আত্নহত্যা করেছে তা জানা যায় নি।
পুঠিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাঝে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।