বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তার দীর্ঘয়ু কামনায় দোয়া করেছেন রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
রবিবার এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী রেজাউল হুদা, সোহেল রানাসহ অন্য প্রকৌশলীবৃন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক জাহির হোসেন আলী, প্রচার সম্পাদক হিরা, জুলফিকার, মরু, আব্দুর রাজ্জাক, হাসিবুল প্রমুখ।