সর্বশেষ সংবাদ :

রাবিতে ফের ছিনতাই ও ছিনতাই চেষ্টা

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফের একটি ছিনতাই এবং এক ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। সোমাবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং কৃষি অনুষদ সংলগ্ন ফ্লাইওভারের নিচে এই দুই ছিনতাই চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল সোমবার আনুমানিক রাত ৮টায় রিকশাযাত্রী এক ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম স্বর্ণা। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সান্ধ্যকালীন কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু আইবিএ সান্ধ্যকালীন ব্যাচের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, তিনি ও তার বান্ধবী কাজলা থেকে রিকশাযোগে বিনোদপুরে যাচ্ছিলেন। রিকশা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছাকাছি পৌছালে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে হেলমেট বিহীন দুইজন ছিনতাইকারী এসে রিক্সায় বসা তার বান্ধবীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ নিয়ে টানাটানি ও হাতাহাতির এক পর্যায়ে ছিনতাইকারীরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এসময় আশেপাশে থাকা মানুষজন তাদের উদ্দেশ্যে হৈচৈ করলেও প্রত্যক্ষভাবে সাহায্যার্থে এগিয়ে আসেনি কেউ। সেসময় উপস্থিত থাকা অন্য মোটরসাইকেল যাত্রীরা ইচ্ছা করলে ছিনতাইকারীদের ধরতে পারতেন বলে জানান তিনি।

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বিষয়টা তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন ফ্লাইওভারের নিচে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সেলিম আল বাচ্চু নামের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী ছিনতাই চেষ্টার শিকার হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, ছিনতাইয়ের শিকার ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থী আমার কাছে সোমবার রাতে স্বশরীরে এসেছিল। তার অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চন্দ্রিমা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটা ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

প্রক্টর আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি চারুকলা ও কৃষি অনুষদ সংলগ্ন গেইটে কয়েকদিনের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।বর্তমানে এই প্রক্রিয়াটি চলমান রয়েছে।

সানশাইন/১৮ জানুয়ারি/এলএইচ


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ৪:১৯ অপরাহ্ণ | সুমন শেখ