নাসিক নির্বাচন: ভোট গ্রহণ সম্পন্ন, চলছে ভোট গণনা

রোববার বিকেল ৪টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে ভোটে উৎসবের আমেজ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। এর জন্য ইভিএমকে দায়ী করছেন ভোটাররা। ইভিএমে ভোট দিতে গিয়ে নানা সমস্যায় পড়ার কথাও জানিয়েছেন তারা। যদিও নতুন ভোটাররা ইভিএমে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইত্তেফাক।নারায়ণগঞ্জের সিটি নির্বাচন দেখতে এসে কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোট যত বেশি কাস্ট হবে, আমি তত বেশি খুশি হব। আমাদের বিদায়লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি এখানে এসেছি।  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। ভোট দিয়েছেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, ভোট দিয়ে ‘ভি’ চিহ্ন প্রদর্শন না করে মোনাজাত ধরেন তিনি। নির্বাচন সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জিতবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ভোট দিয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন: নারায়ণগঞ্জবাসী নৌকাকেই জয়ী করবে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হারলেও সরকারের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।(রোববার) সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  হাত ধুয়ে, জেল মেখেও দিতে পারলেন না ভোট! নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শহরের আদর্শ স্কুল নারী কেন্দ্রে এমনই এক ঘটনা ঘটল এক নারী ভোটারের সঙ্গে। ওই ভোটারের নাম মনোয়ারা বেগম। তিনি বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রে আসেন। ১৫ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে যখন আঙুলের ছাপ দিতে গেলেন, তখন মিলছিল না। সব আঙুল দিয়ে কয়েকবার চেষ্টা করেও ভোট দিতে পারেননি তিনি। একপর্যায়ে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাকে বলেন, ‘আপনি একটু পরে আসেন।  তৈমূরের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি যতটুকু জানি, সব জায়গায় হাতির প্রতীকের এজেন্ট আছে, ইত্তেফাক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে তৃতীয় লিঙ্গের দুই ভোটার ভোট প্রদান করেছে। তাদের নাম সন্ধ্যা ও রুবিনা। নাসিক নির্বাচনের ভোটারদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ | সময়: ৫:২৬ অপরাহ্ণ | সুমন শেখ