সর্বশেষ সংবাদ :

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এই সপ্তাহের শেষের দিকে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। এমন সময়ে তিনি এ সফরে যাচ্ছেন যখন পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য তেহরানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ বাড়ছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

ইরান প্রেস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, গত আগস্টে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার মন্ত্রিসভার কোনও সদস্য হিসেবে চীনে যাচ্ছেন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ সোমবার বলেছেন, গত মার্চে চীনের সঙ্গে স্বাক্ষরিত অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত ২৫ বছরের চুক্তিটি আমির আব্দুল্লাহিয়ানের সফরের আলোচ্যসূচিতে অগ্রাধিকারমূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। ২০১৫ সালের ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনর্বহাল করতে ভিয়েনায় অষ্টম ধাপের আলোচনা চলছে। ওই আলোচনায় তেহরান এখনও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চাইছে। বৃহস্পতিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানো সম্ভব। ওই চুক্তি নিয়ে এমন ডামাডোলের মধ্যেই হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের চীন সফরের খবর এলো।


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ | সময়: ১:৪২ অপরাহ্ণ | সুমন শেখ