সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে ৫৪ চেয়ারম্যান ও ৪৫৫ সদস্যের মনোনয়ন জমা

নিয়ামতপুর প্রতিনিধি: দলীয় প্রতীকে আগামী ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত নারী আসনে ১০৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৮ জন ভোট যুদ্ধে নামার প্রাথমিক প্রস্তুতির কথা জানান দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে, উপজেলার হাজিনগর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন আব্দুর রাজ্জাক (আ’লীগ) আমিনুল ইসলাম (স্বতন্ত্র) শহিদুল ইসলাম (স্বতন্ত্র), আবুল বাশার (স্বতন্ত্র), মিনহাজুল হক (স্বতন্ত্র)। একই সঙ্গে সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চন্দননগর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন খালেকুজ্জামান তোতা (আ’লীগ), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), বদিউজ্জামান (স্বতন্ত্র), বদিউজ্জামান (স্বতন্ত্র), গৌতম চন্দ্র বর্মন (স্বতন্ত্র), জাকারিয়া (স্বতন্ত্র), আব্দুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী আসনে ১৪ ও সাধারণ সদস্য পদে ৪৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাবিচা ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন ওবাইদুল হক (আ’লীগ), শরিফুল ইসলাম (স্বতন্ত্র), জামশেদ আলী (স্বতন্ত্র), আব্দুল বারী (স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), জসিম উদ্দিন (স্বতন্ত্র), মকবুল হোসেন (স্বতন্ত্র), জহিরুল ইসলাম (স্বতন্ত্র), আব্দুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৪ ও সাধারণ সদস্য ৪৩।
নিয়ামতপুর সদর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন বজলুর রহমান নঈম (আ’লীগ), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), আমিনুর রহমান (স্বতন্ত্র), একরামুল হক (স্বতন্ত্র), আব্দুর রহমান (স্বতন্ত্র), শামীম রেজা চৌধুরী (স্বতন্ত্র), রায়হান কবির (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৬ ও সাধারণ সদস্য ৪৫।
রসুলপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোতালেব হোসেন বাবর (আ’লীগ), সাজ্জাদ আলী (স্বতন্ত্র), আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র), মাহমুদ আলম (স্বতন্ত্র), মোশারফ হোসেন (স্বতন্ত্র), একরামুল হক (স্বতন্ত্র), বাবুল আক্তার (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১২ ও সাধারণ সদস্য ৪৪।
পাড়ইল ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন সৈয়দ মুজিব গেন্দা (আ’লীগ), মঞ্জুর রহমান (স্বতন্ত্র), মাইনুল ইসলাম মিনু (স্বতন্ত্র), মনিজরুজ্জামান শেখ পলাশ (স্বতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র), শফিউদ্দিন আহমেদ (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য ৪৪।
শ্রীমন্তপুর ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থীরা হলেন রফিকুল ইসলাম (আ’লীগ), খলিলুর রহমান (স্বতন্ত্র), আল মামুন হক (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য ৪১।
বাহাদুরপুর ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন মামুনুর রশিদ (আ’লীগ), ইমরান হোসেন (স্বতন্ত্র), আব্দুল করিম (স্বতন্ত্র), ফজলুর রহমান (স্বতন্ত্র), এরশাদুল হক (স্বতন্ত্র), আবু তালেব (স্বতন্ত্র), রঞ্জু রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১২ ও সাধারণ সদস্য ৪৫।
নিয়ামতপুর উপজেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানান, জমা পড়া মনোনয়নপত্র ৬ জানুয়ারি বৃহস্পতিবার বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
১৪ জানুয়ারি বৈধ প্রার্থীদের মাঝে দলীয় এবং স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ | সময়: ৪:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ