কেশরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি দোকানে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় ভোক্তা-অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী পরিচালক মো. মাসুম আলী।
জানা গেছে, কেশরহাট বাজারের মুদি ব্যাবসায়ী ইব্রাহিম হোসেনের দোকানে মেয়াদোত্তীর্ণ ড্রিংক সেভেন আপ বিক্রির দায়ে ২০০০ টাকা, রস মিঠাই দোকানে ১০০০ টাকা ও অবকাশ মিষ্টান্ন ভাণ্ডারে ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে অভিযানের শুরুতেই অভিযোগের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ ড্রিংক সেভেন আপ এর ডিলার আফজাল হোসেন এর গোডাউনে অভিযান চালায় ভোক্তা অধিকার। কিন্তু সেখানে মেয়াদ উত্তীর্ণ ড্রিংক সেভেন আপ পাওয়া যায়নি।
এবিষয়ে ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেশরহাটে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও সর্তক করা হয়।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ | সময়: ৭:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ