মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; রাজশাহী জেলার গোদাগাড়ীতে সহকারী নারী শিক্ষককে পেটালো বিদ্যালয়ের প্রধান শিক্ষক । রোববার দুপুর ১২ দিকে উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে । আহত ওই নারী শিক্ষককে গোদাগাড়ী স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করেছে ।
জানান যায়, উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলী সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক সাইদা ইসলামের কথা কাটাকাটি হলে। এক পর্যায়ে প্রধান শিক্ষক আকরম আলী নারী শিক্ষককে বেধড়ক পেটাতে শুরু করে । এতে করে নারী শিক্ষক সাইদা ইসলামের কান ও হাতসহ দেহের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয় ।
আহত শিক্ষিকা অভিযোগ করে, প্রত্যায়ন পত্রের জন্য শিক্ষার্থীর কাছে থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিলো প্রধান শিক্ষক আকরম । প্রধান শিক্ষকের টাকা নেওয়ার বিষয়টি প্রতিবাদ করলে তাকে মারধর করে । ২০১৮ সালে বিদ্যালয়ের আরেক নারী শিক্ষককে পিটিয়েছিলো প্রধান শিক্ষক আকরম আলী ।
উপজেলা শিক্ষা অফিসার লাইলা তাসলিমা নাসরিন জানান, নারী শিক্ষকের লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।