মঙ্গলবার, ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বঙ্গবন্ধু কলেজে স্নাতক (সম্মান) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু কলেজের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কলেজের অধক্ষ্য নুরুর ইসলাম, উপধাক্ষ্য কামারুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ওয়াহিদা সুলতানা, গনিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান লাইলুন নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিরাজ উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অসীম কুমার দাস, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জোহুরা খাতুনসহ অন্যান্য শিক্ষকগণরা।
এসময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাস্তবতার জীবনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দিক নির্দেশনা দেন তারা।