সর্বশেষ সংবাদ :

আব্দুল মান্নান রাকাবের এমডি নিযুক্ত

স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন আব্দুল মান্নান। সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে আব্দুল মান্নানকে নিযুক্ত করা হয়। গত মঙ্গলবার তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যোগদান করেছেন। রাকাবের জনসংযোগ দফতর বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
রাকাব সূত্র জানায়, এর আগে আব্দুল মান্নান কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম (সম্মান) ও এমকম ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে যোগদানের পর ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ১ নভেম্বর তিনি সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন। কর্মজীবনে এসে এমবিএ ডিগ্রী অর্জনসহ ডিএআইবিবি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বহু প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহন করেন। তিনি ১৯৬৭ সালের ৩০ জুন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ৪:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ