বড়দিন উদযাপন উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)। এ উপলক্ষে রাজশাহী মহানগরীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীগণ বিভিন্ন গীর্জায় তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন।
কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোঃপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্পপরিসরে অনুষ্ঠিত হয়েছে। এ কারণে কোভিড-১৯ সংক্রান্ত জারীকৃত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মহানগর পুলিশ মহানগর এলাকায় ২৫ ডিসেম্বর সকল প্রকার সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড়দিন উদযাপন উপলক্ষে


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ