জনতার মুখোমুখি হলেন না প্রার্থীরা

ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাটে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গতকাল রবিবার বিকেল ৪টার দিকে জনতার মুখোমুখি ও ইশেতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি প্রার্থীরা।
সুজন সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম। রামেশ্বর হাই স্কুল মাঠে মধুমতির সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ভোলাহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়াজদানী জর্জ ছাড়া আর কোন প্রার্থী উপস্থিত হননি।
এ সময় অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা শাখা সুজনের উপদেষ্টা গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম টুটুল, বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন, সুজন ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সারোয়ার জাহান সুমন।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে ৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপস্থিত না হওয়ায় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন। সুজনের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ জনতার মুখোমুখি অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ