চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম কাজের অগ্রগতি পরিদর্শন

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে শুরু হয়েছে রাবার ড্যাম প্রকল্পের কাজ। রবিবার সকালে রাবার ড্যাম প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। এসময় তিনি প্রকল্পের কাজ ঘুরে দেখেন এবং দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, রাবার ড্যাম নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর আধা কিলোমিটার ভাটিতে স্থান নির্বাচন করে আইডব্লিউএম।
৩৫৩ মিটার দৈর্ঘ্যরে এ রাবার ড্যামের উজান ও ভাটিতে ৩৬ কিলোমিটার এলাকায় ড্রেজিং করে নদী খনন করার কথা রয়েছে। এরমধ্যে উজানে ১০ কিলোমিটার এবং ভাটি এলাকায় ২৬ কিলোমিটার নদী ড্রেজিং করা হবে।


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ