ইসি গঠনে আগামী সপ্তাহে শুরু হচ্ছে রাষ্ট্রপতির সংলাপ

সানশাইন ডেস্ক: নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী সপ্তাহেই রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে। আগামী ২০ ডিসেম্বর সোমবার এই সংলাপ শুরু হবে বলে বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার নিশ্চিত করেছে।
ওই সূত্র বলেছে, সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু করবেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ। বিষয়টি নিয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “আগামী সোমবার (২০ ডিসেম্বর) বিকালে মহামান্য রাষ্ট্রপতি আমাদের সঙ্গে আলোচনা করবেন বলে আজকেই আমাদের জানানো হয়েছে। আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি।”
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “এ বিষয়ে ঘোষণা যথাসময়ে আসবে।” নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় গত কয়েকবারই রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠন করে ইসি গঠন করে আসছেন।


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ