শনিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।
শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের, বালিয়াদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, চাতরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ আলী, চককীত্তি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত, চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ, ধোবড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজলসহ অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, করোনার কারনে তারা পড়ালেখার খুব একটা সুযোগ পাননি।
শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার শিক্ষার্থীদের সিলেবাস ৩০ শতাংশ কমিয়েছে। কিন্ত ৭০ শতাংশ সিলেবাসও এ সময়ে শেষ করা সম্ভব নয়। তাই সিলেবাস আরো কিছুটা কমিয়ে আনার দাবি জানাচ্ছি আমরা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন।