সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় আখ রোপন পরিদর্শন করলেন সুগার মিলস খামারের মহাব্যবস্থাপক

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহী চিনিকলের পুঠিয়া সাবজোনে চলতি মৌসুমে আখ রোপন শুরু হয়েছে। গত মঙ্গলবার পুঠিয়া সাবজোনের গন্ডগোহালী গ্রামের মাঠে আখ রোপন তদারকি করনে সুগার কর্পোরেশনের সদর দপ্তরের মিলস খামারের মহা ব্যবস্থাপক আবুল বাসার। শ্রমিকদের সাথে জমিতে আখ রোপন করে তিনি শ্রমিকদের উৎসাহিত করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন রাজশাহী চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) মাকসুদা পারভীন, পুঠিয়া সাবজোনের সহকারী ব্যবস্থাপক শাহিনুর রহমান, পুঠিয়া আখ ক্রয় কেন্দ্রে সিআইসি আইযুব আলী, আখ চাষী হাসমত দৌলা ও কাজেম আলী।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ