ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক: মহান ২১শে ফ্রেব্রুয়ারি, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছিলেন বাংলার বীর সন্তানরা। তাদের স্মরণে শহিদ মিনারগুলো ফুলে ফুলে শোভিত হয়েছে। দিনটায় ভাষা শহীদদের প্রতি শদ্ধা জানিয়েছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা।
বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়ানডে সিরিজ। তবে জৈব সুরক্ষা বলয়ে থাকায় ক্রিকেটাররা শহীদ মিনারে যেতে পারেননি। তবে সামাজিক মাধ্যমে বেশিরভাগ ক্রিকেটারই কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদদের স্মরণ করেছেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমও বাদ ছিলেন না। ফেসবুক পেজে লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একটি ছবিসহ সেখানে ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
লিটন ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, সেই সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’ ওয়ানডে বিশ্বকাপ খেলতে নারী ক্রিকেটাররা এখন নিউজিল্যান্ডে। সেখান থেকেই দলটির পেসার জাহানারা আলম পোস্ট দিয়ে লিখেছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।বাংলা ভাষা আমার অহংকার।সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার ভাষা, আমার অহংকার!


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ৮:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ