রুয়েটে ন্যানোটেকনোলজির উপর সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই অনুষদের উদ্যোগে ‘ন্যানোটেকনোলজি : স্মল থিংস স্মার্ট এ্যন্ড হেভি পাওয়ার টু ট্রান্সফার ইনাজি, হেলথ এ্যন্ড দা ইনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিএসই সেমিনার রুমে সোমবার বেলা ১১ টায় আয়োজিত সেমিনারে ইসিই অনুষদের ডীন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, ইইই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শামিম আনোয়ার, সিএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আল মামুন, ইটিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। সেমিনারে বিভিন্ন অনুষদের ডীন/দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
উক্ত সেমিনারে আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের ন্যানো টেকনলোজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন তাঁর গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয় এর সাথে রুয়েটের এমওইউ চুক্তি স্বাক্সরিত হয়। এসময় আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয় এর পক্ষে আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয় এর ন্যানো টেকনলোজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন এবং রুয়েটের পক্ষে রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি সম্পাদনের ফলে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে পারস্পারিক বোঝাপড়া, শিক্ষা ও গবেষণার আদান প্রদান সহজতর হবে।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর