স্বনির্ভর তারকা হিসেবে গড়ে উঠতে চান বুবলী

বিনোদন ডেস্ক (ঢাকা অফিস): ‘আমি স্বনির্ভর তারকা হিসেবে গড়ে উঠতে চাই। অন্যের উপর নির্ভরশীল হবো কেন? এছাড়া এক নায়কের সঙ্গে কাজ করতে গেলে একঘেয়ে হয়ে যায়। তাতে বাণিজ্যিকভাবে নির্মিত ছবিগুলো ক্ষতিগ্রস্তও হতে পারে। আমার কাছে নায়ক নয়, গল্পই প্রধান। আমি দেখি গল্পে আমার চরিত্রের গুরুত্ব কতখানি আছে।’ তিনি এফডিসিতে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ছবির শুটিংয়ের এক অবসরে এই রিপোর্টারকে উল্লিখিত কথাগুলো বলেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, শাকিব খানকে বাদ দিয়ে অন্য নায়কদের সঙ্গে কাজ করতে গিয়ে কেমন লাগছে। বুবলী ইতোমধ্যে নিরব, রোশানের সঙ্গে কাজ করেছেন। জসিমউদ্দিন জাকির পরিচালিত ‘মায়া’ ছবিতে কাজ করতে যাচ্ছেন, মিলন, সাইমন ও রোশানের সঙ্গে। অর্থাৎ বর্তমানে ঢাকার চলচ্চিত্রের চলমান সব নায়কের সঙ্গেই তিনি কাজ করছেন। ‘চোখ’ ছবির পর বুবলীর আর কোনো ছবি মুক্তি পায়নি। তবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি তার ‘টান’ ছবিটি মুক্তি পেয়েছে। তিনি জানান, ছবিটির দর্শক প্রতিক্রিয়া ভালো। অনেকেই তাকে ভালো লাগার বিষয়টি জানিয়েছে। তিনি অসমাপ্ত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘ছবিটির দুইটি গান এখনো শেষ হয়নি। এগুলো শেষ করার জন্য দুইবার উদ্যোগ নিয়েছেন পরিচালক। একটি গান সিলেটে করার কথা ছিল। শেষ পর্যন্ত হয়নি।’ তার অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটিও প্রস্তুত হয়ে আছে। তবে সমস্যা হলো বড় তারকাদের নিয়ে ছবি নির্মাণ করা হলে সেগুলো হয়ে যায় ব্যয়বহুল। সে ব্যয়ের তুলনায় সিনেমা হলের সংখ্যা একেবারেই অপ্রতুল। কিন্তু যথাযথ তারকা শিল্পী ছাড়া সুন্দর ছবিও নির্মাণ সম্ভব নয়। সুতরাং লগ্নী তুলে আনার জন্য তারা বিকল্প পথ খুঁজছেন। এভাবেই ছবিগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাধ্যমে।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ১০:৪৭ অপরাহ্ণ | সুমন শেখ