রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি:
প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানিয়ে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওমর ফারুক সরকার বলেছেন, “বর্তমানে আমরা শুধু বেতন পাই কিন্তু সম্মান-মর্যাদা পাইনা এখন এটি আমাদের মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সেই মর্যাদা নিশ্চিত করতে পারে একমাত্র সরকার। আমাদের মর্যাদার লড়ায়ের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘরে ফিরবে না।”
বৃহস্প্রতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনের ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে রাবি অধ্যাপক এসব কথা জানান।
এসময় তিনি আরও বলেন, “গ্রামীণফোনের সিনিয়র কর্মকর্তারাও মাসে ৪-৫ লাখ টাকা বেতন পায় তাছাড়া বেসরকারি কর্মকর্তারাও একেকজন ভালো মানের বেতন পায় তাতে আমাদের কি? কিন্তু আমরা রাষ্ট্রীয় কাঠামোয় বেতন পাবো কিন্তু আমাদের কোনো মর্যাদা থাকবে না, তা তো কোনোভাবেই হতে পারে না। আমরা উন্নত বেতন কাঠামোর সাথে মর্যাদার লড়াই চাই। আমাদের সেই মর্যাদা লড়াইয়ের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়ে শিক্ষকদের আস্থার জায়গায় পরিণত হবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমলাদের মধ্যে অনেক দক্ষ লোক যেমন রয়েছে তেমনি কিছু অদক্ষ লোকও রয়েছে সেটি ইতোমধ্যে প্রমাণিত। যারা বিসিএস প্রশ্নফাঁসের মাধ্যমে আমলা হচ্ছে তাঁরা এমন তো প্রত্যয় স্কিমের মতো এমন সিদ্ধান্তই নিয়ে থাকবে। আজকে পিএসসি যদি দক্ষতার সহিত নিয়োগ প্রদান করতেন তাহলে সেখানে মেধাবীরা প্রবেশ করতেন তাহলে আজ এমন সিদ্ধান্ত কখনোই আসতো না এবং আমাদেরও আজ রাস্তায় নামতে হতো না। তাই আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছিনিমিনি খেলবেন না। অতিদ্রুত শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষকদের দাবি মেনে নিন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “আমরা শিক্ষকদের নিয়ে টানা আন্দোলন করে যাচ্ছি আগামী দিনেও কঠিন পথগুলো আপনাদের নিয়েই পাড়ি দেব। আমরা প্রত্যয় স্কিম থেকে বের হওয়ার জন্য আন্দোলন শুরু করলেও আমাদের আন্দোলন দিনদিন স্বতন্ত্র বেতন স্কেলের দিকেই এগিয়ে যাচ্ছে। স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনই আমাদের মূল আন্দোলন। প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা শিক্ষকদের সাথে অন্যায়, অপমান ও বঞ্চনা করার সমান। এর মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা আমাদের পেনশন পদ্ধতি বাতিল করতে চাচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ আন্দোলন থেকে সরে আসব না। এ আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তার দায় সরকারকেই নিতে হবে।
এদিকে, টানা এগারো দিনের মতো চলছে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি