গমারায় সেই মাদরাসা শিক্ষক এবার সহকারি প্রধান শিক্ষক হতে চলেছে!

বাস্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় কীটনাশক দিয়ে অর্ধশত তালগাছ খুন করা সেই মাদরাসা শিক্ষক এবারে বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ পেতে চলেছে। ব্যাপক অর্থের বিনিময়ে এই নিয়োগ বাণিজ্য হচ্ছে বলে একটি সুত্র নিশ্চিত করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অমানবিক ও বিতর্কিত ব্যক্তির নিয়োগ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও করখণ্ড দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শাহরিয়ার আলম হাটগাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ রোডের হাট বাইগাছা এলাকায় সড়ক ঘেঁষে সারিবদ্ধ তালগাছ ছিলো। প্রায় একযুগ আগে তৎকালীন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি হাট বাইগাছায় সড়কের উভয় পাশে আধা কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক তালগাছ লাগিয়েছিলেন।
স্থানীয়রা জানান, তালগাছগুলোর ছায়ার কারণে শাহরিয়ার আলমের লাগানো আমগাছগুলো বড় হয়ে উঠতে সমস্যা হচ্ছিলো। এ কারণে শাহরিয়ার আলম তার নিজের লাগানো আমগাছগুলো দ্রুত বড় করে তোলার জন্য প্রথমে তালগাছগুলোর বাকল কেটে দিয়ে ক্ষত সৃষ্টি করেন। এরপর সেই ক্ষতস্থানে কীটনাশক প্রয়োগ করেন। এতে শেষ পর্যন্ত তালগাছগুলো মারা যায়।
এব্যাপারে আদালতসহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ হয়। আদালত তার বিরুদ্ধে ৪ লাখ টাকার জরিমানা করেন। এছাড়াও হাইকোর্ট শাহরিয়ার আলমকে ওই বাইগাছা করখন্ড মাদ্রাসার শিক্ষক পদ থেকে বহিস্কার করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি এই নির্দেশ জেলা আওয়ামী লীগ বরাবরে পাঠানো হয়। বাগমারা উপজেলা আওয়ামী লীগ তার উপজেলা আওয়ামী লীগ পদ থেকে অব্যাহতি দেয়। শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
নিয়োগ ব্যাপারে বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুল হোসেন বলেন, তার বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক পদে আবেদন চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শাহরিয়ার আলমসহ ৫জন আবেদন করেছেন। অর্থের বিনিময়ে নিয়োগ হচ্ছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়োগ বোর্ডে যিনি ১ম হবেন, তিনিই নিয়োগ পাবেন। এ পর্যন্ত কোন প্রার্থীর কাছে থেকে অর্থগ্রহণ করা হয়নি। এছাড়াও এখন নিয়োগবোর্ডে চারজন কর্মকর্তা থাকেন। একার পক্ষে এমন অনৈতিক বাণিজ্য সম্ভব নয়। তিনি আরো বলেন, শাহরিয়ার আলমের বিরুদ্ধে এখনো আদালতের চুড়ান্ত রায় হয়নি।


প্রকাশিত: জুন ৭, ২০২৪ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ