সর্বশেষ সংবাদ :

প্রত্যাশিত জয়ে সিরিজে আরও এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। চট্টগ্রামে রোববার ২০ ওভারে জিম্বাবুয়ে তোলে ৭ উইকেটে ১৩৮ রান। বাংলাদেশ রান তাড়ায় জেতে ৯ বল বাকি রেখে।
জহৃর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে পাওয়ার প্লেতে বাউন্ডারি মারতে পারেনি একটিও। এর মধ্যে একটি উইকেট হারায় তারা। টাডিওয়ানাশে মারুমানিকে (২) ফেরান তাসকিন আহমেদ। আগের ম্যাচের মতো ৩০ ছোঁয়ার পর ধস নামে তাদের ব্যাটিংয়ে। সেদিন ৫ রানের মধ্যে উইকেট পড়েছিল ৬টি, এবার ১২ রানের মধ্যে হারায় তারা ৪ উইকেট। অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও অধিনায়ক সিকান্দার রাজা ব্যর্থ আবারও। প্রথম ম্যাচে লড়াই করা ক্লাইভ মাডান্ডে এবার ফেরেন শূন্যতে।
৪২ রানে ৫ উইকেট হারানো দলকে ভদ্রস্থ পর্যায়ে নিয়ে যান ব্রায়ান বেনেট ও অভিষিক্ত জোনাথান ক্যাম্পবেল। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন দুজন। ক্যাম্পবেল জীবন পান ১ রানেই। সহজ ক্যাচ ছাড়েন কিপার জাকের আলি। সুযোগ কাজে লাগিয়ে সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৩ বলে ৪৫। টি-টোয়েন্টি অভিষেকে জিম্বাবুয়ের হয়ে যা সর্বোচ্চ রান। বেনেট অপরাজিত থাকেন ২৯ বলে ৪৪ রানে।
বাংলাদেশের রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন তানজিদ হাসান ও লিটন কুমার দাস। ১৯ বলে ১৮ রান করে তানজিদ আউট হন পাওয়ার প্লের শেষ ওভারে। ২১ রান ক্যাচ দিয়ে বেঁচে গিয়েও লিটন আউট হয়ে যান ২৫ বলে ২৩ রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করতে পারেন কেবল ১৫ বলে ১৬। এক ওভারেই দুজনকে ফেরান লুক জঙ্গুয়ে।
পরে জাকের আলি পারেননি প্রত্যাশিত ঝড় তুলতে (১২ বলে ১৩)। তাতে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ২৯ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে দেন তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ। ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন হৃদয়, ১৬ বরে ২৬ রানে মাহমুদউল্লাহ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। পরের ম্যাচ মঙ্গলবার।


প্রকাশিত: মে ৭, ২০২৪ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ