সর্বশেষ সংবাদ :

সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি

স্পোর্টস ডেস্ক: ইতালির শীর্ষ ফুটবলে রচিত হয়েছে ইতিহাস। এবারই প্রথম সিরি আ’র কোনও ম্যাচে দায়িত্ব পালন করেছেন নারী রেফারিদের একটি দল। সিরি আ’য় একসঙ্গে নারী রেফারিদের পুরো ম্যাচ পরিচালনার নজির এটাই প্রথম।
মাইলফলক সৃষ্টির এই ঘটনাটি ঘটেছে রবিবার। সদ্য চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিলান-তোরিনো ম্যাচেই দায়িত্ব পালন করেছেন তারা। মারিয়া সোল ফেরেইরি কাপুতির সহকারী হিসেবে ছিলেন তিজিয়ানা ত্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা দি মন্তে। ম্যাচটা ২-০ গোলে জিতেছে ইন্টার। কাপুতিকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে পুরো ম্যাচে। ৪৯ মিনিটে ফাউলের কারণে তরিনোর আদ্রয়েন তামেজেকে মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেটা করতে হয়েছে পিচ সাইড মনিটরে দেখে।
তার পর পেনাল্টি স্পটেরও সিদ্ধান্ত দিয়েছেন। মার্কাস থ্যুরামকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন মাতেও লোভোতো। স্পট কিকের ওই সিদ্ধান্তেই ইন্টার তাদের দ্বিতীয় গোলটি পেয়েছে। সিরি আ’য় ৩৩ বছর বয়সী কাপুতির এটা ছিল দশম লিগ ম্যাচ। যেখানে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন তিনি। লিগে সাসুউলো ও সালেরনিতানা ম্যাচে ২০২২ সালে অভিষেক হয়েছে তার।
এই তিন অফিশিয়ালের এর আগেও এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা। জানুয়ারিতে কোপা ইতালিয়ার শেষ ষোলোতেও তারা দায়িত্ব পালন করেছেন। ম্যাচটা ছিল নাপোলি বনাম ক্রিমোনেজের।


প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ৪:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ