সর্বশেষ সংবাদ :

মাশরাফিও মনে করেন তার খেলাটা আদর্শ পরিস্থিতি নয়

স্পোর্টস ডেস্ক: গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। তারপর পাক্কা ২৫০ দিন পর গত ১৯ জানুয়ারি মাঠে নামেন মাশরাফি মুর্তজা। সিলেট স্টাইকার্সের হয়ে ম্যাচ খেলেন তিনি। লম্বা এই সময়টায় রাজনৈতিক ও নির্বাচনী ব্যস্ততায় কেটেছে তার সময়। এবার বিপিএলের আগে জাতীয় নির্বাচন নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ফিটনেস ঘাটতিও তাতে প্রবল হয়েছে। সবকিছু মিলিয়ে ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে ছিলেন না তিনি। মাশরাফির ম্যাচ খেলাকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও রাসেল আর্নল্ড আর্দশ হিসেবে দেখছেন না। মঙ্গলবার ম্যাচ শেষে মাশরাফিও এই কথার সাথে একমত পোষণ করেছেন।
প্রথম ম্যাচে নেমে দুই-তিন পা হেঁটে বল করছিলেন মাশরাফি। প্রথম বলেই উইকেট পেয়েও যান। কিন্তু সবমিলিয়ে তার বোলিং ছিল ছন্নছাড়া। মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছিলেন। কিন্তু ফিটনেসহীন মাশরাফি রান আউটের শিকার হন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামলেও বোলিংয়ে আসেননি তিনি। সিলেট তাদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে।
এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেছেন চলতি বিপিএলে তার খেলাটা আদর্শ নয়, ‘এটা তো বললাম। সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করছি, এটা আদর্শ পরিস্থিতি না। কে খেললে ভালো হতো, সেটি পরের বিষয়। সেটা টিমের বিষয়। দেখা গেলো ওকে না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারে। সেটা ভিন্ন জিনিস। কে খেললে কী ভালো হতো, সেটা তো দল আর কারও সঙ্গে আলোচনায় বসবে না। কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি, অবশ্যই সেটা হওয়া উচিত।’ নিজের বর্তমান অবস্থা নিয়ে মাশরাফি আরও বলেছেন, ‘আমার সবকিছু ঠিক আছে। শুধু হাঁটুর সমস্যাটা হচ্ছে। যেটা খুব ভালো, কিন্তু ভোগাচ্ছে এখন।’
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, এই বিপিএলে খেলার মতো অবস্থায় নেই মাশরাফি, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আমরা তার নাম দিয়েছি, অসাধারণ লিডার। সে সবার কথা শোনে, খেলাটা ভালো বোঝে। কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করে, নেতৃত্ব দেওয়া সহজ হয়। আট মাস সে ক্রিকেটের বাইরে ছিল, নির্বাচনের জন্য ব্যস্ত ছিল। একদিন মনে হয় অনুশীলনে এসেছিল, বল করেছিল কিনা জানি না।’
এরপরই আশরাফুল বলেন, মাশরাফিকে ক্রিকেটীয় যুক্তির বাইরে গিয়ে খেলানোয় ছোট করা হচ্ছে, ‘কিন্তু এইভাবে এই টুর্নামেন্টে আসলে… সে কিন্তু খেলতে চাচ্ছিল না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। কারণ এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকতো। সে জায়গায় একটা মিসিং।’
মাশরাফির ইস্যুতে একই মত দিয়েছেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড, ‘সে (মাশরাফি) ফিট না। কারণ সে দুই তিন পা দৌড়ে বল করছে। মিডিয়াম পেস নাকি অফ ব্রেক করছে আমি নিশ্চিত না। কিন্তু সে একটা উইকেট পেয়ে গেছে (হাসি)। আদর্শগতভাবে আপনি আরও প্রাণশক্তি চাইবেন, আরও দায়িত্ব নেওয়ার প্রবণতা ও তীব্রতা দেখতে চাইবেন। সে খেলছে, আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু খেলার দিক থেকে যদি ভাবি সে আসলে আদর্শ অবস্থায় নেই।’


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ