নওগাঁর ৬টি আসনে ৫৫জনের মনোনয়ন দাখিল

নওগাঁ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উৎসব মুখর পরিবেশে নওগাঁর ৬টি আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ অন্যন্যা দলের মোট ৫৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে স্বতন্ত্র ৩১জন এবং অন্যান্য দলের ২৪জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মোট ৫৮জন মনোনয়ন উত্তোলন করলেও ৩জন মনোনয়ন পত্র জমা দেননি। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটানিং ও জেলা প্রশাসক গোলাম মওলার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক গোলাম মওলা।
নওগাঁ ১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে দাখিল করেছেন ৬জন প্রার্থী: প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত বর্তমান খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, স্বতন্ত্র প্রাথী হিসেবে খালেকুজ্জামান তোতা, জামেদ আলী, সোহরাব হোসেন, জাতীয় পার্টির আকবর আলী কালু, জাকের পাটির মোহাম্মদ আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে দাখিল করেছেন ৯জন প্রার্থী: প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার (বাবলু), স্বতন্ত্র পার্থী আইয়ুব হোসেন, কাজল চন্দ্র দাস, আকতারুল আলম, মেজবাহুল আলম, আজিজার রহমান এবং আমিনুল হক, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, জাকের পাটির এম আর ফারুক,
নওগাঁ-৩ (মহাদেবপুর – বদলগাছী) আসনে দাখিল করেছেন ১১জন প্রার্থী: প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত নতুন মুখ সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, স্বতন্ত্র পার্থী বর্তমান সাংসদ ছলিম উদ্দিন তরফদার, মাহবুবুল আলম, মাহফুজা আকরাম চৌধুরী মায়া,শামিনুর রহমান, ফিরোজ হোসেন, জাতীয় পার্টির মাসুদ রানা, বিএনএফ এর জাবেদ আলী, এনপিপি’র স্বপন কুমার দাস, জাকের পাটির আলম হোসেন এবং তৃনমূল বিএনপির সোহেল হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে দাখিল করেছেন ১০জন প্রার্থী: আওয়ামী লীগের আরেক নতুন মূখ এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পার্থী লড়বেন বর্তমান সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক, এস এম ব্রুহানী সুলতান মাহমুদ গামা, আবজাল হোসেন, আব্দুস ছামাদ, জিয়াউল হক, জাতীয় পার্টির আলতাফ হোসেন, জাকের দেলোয়ার হোসেন, বাংলাদেশ কনগ্রেস এর আব্দুর রহমান এবং সিপিবির কামাল পারভেজ।
নওগাঁ-৫ ( সদর ) আসনে দাখিল করেছেন ৭জন প্রার্থী: প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বর্তমান এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, মনোনয়ন বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, জাতীয় পার্টির ইফতেখারুল ইসলাম বকুল, জাসদ এর আজাদ হোসেন মুরাদ, এনপিপি’র খন্দকার আমিনুর রহমান এবং জাকের পার্টির মশিউর রহমান মনোনয়ন দাখিল করেছেন।
নওগাঁ-৬ ( আত্রাই – রাণীনগর ) আসনে দাখিল করেছেন ১২জন প্রার্থী: প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল। স্বতন্ত্র প্রার্থী নওশের আলী, ওমর ফারুক সুমন, নাহিদ ইসলাম বিপ্লব, জাহিদুল ইসলাম, এম এ রতন, শাহ জালাল উদ্দিন, জাতীয় পাটির আবু বেলাল হোসেন, এনপিপি’র খন্দকার ইস্তেখাব আলম, তৃণমূল বিএনপির পিকে আব্দুর রব, বাংলাদেশ কনগ্রেস এর আব্দুস ছাত্তার, জাকের পার্টির রবি রায়হান।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ | সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ