বড়াইগ্রাম ও গুরুদাসপুরে মেয়রের অবরোধ বিরোধী শো-ডাউন

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর মেয়রের নেতৃত্বে দিনব্যাপী অবরোধ বিরোধী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা জুড়ে কয়েক শ’ মোটরসাইকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই শোডাউনে অংশ নেন।
শোডাউনে বনপাড়া পৌর মেয়র ও নাটোর-৪ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কে এম জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বর্তমান যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান জিন্নাহ ও নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান জামিল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রবিবার সকালে বনপাড়া পৌরগেট থেকে শোডাউনটি যাত্রা শুরু করে নাটোর-পাবনা মহাসড়ক ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভাসহ গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এসময় উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় মেয়র কেএম জাকির হোসেন সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিএনপি জামায়াতের অযৌক্তিক অবরোধ ও জ্বালাও পোড়াও রাজনীতির নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ | সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর