দীর্ঘ ৭ বছর পর উদ্বোধন হলো গোমস্তাপুরের রামদাস সেতু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত নদী পূনর্ভবার উপর নির্মিত রামদাস সেতু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৩ সালে শুরু হওয়া সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৬ সালে। এলজিইডির পিআরপি প্রকল্পের আওতায় ৬ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে ১৮২ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মিত হওয়ায় উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে।
এছাড়া, সেতু সংলগ্ন এলাকা বিলাঞ্চল হওয়ায় এলাকাটি পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে এবং সেতু ও সড়ক ব্যবহার করে শতশত বিঘা জমির কৃষিপন্য সহজেই আনা নেওয়া করা যাচ্ছে। সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩ | সময়: ৪:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ