নাহিদার ঘুর্ণিতে ৮২ রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে কুপোকাত পাকিস্তান নারী ক্রিকেট দল। যেন তার বোলিংয়ের কোনো জবাব ছিল না পাকিস্তানি ব্যাটারদের কাছে। আসা-যাওয়ার মিছিলে থামতে হয়েছে ১০০ রানের আগেই!
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার টস হরে ব্যাটিং করতে নেমে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় পাকিস্তান। ৩.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নাহিদা একাই নেন ৫ উইকেট। নাহিদার এটি ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর আগে ১২ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল তার ঝুলিতে। দ্বিতীয়বারের মতো নেন ফাইফার। এছাড়া একটি করে উইকেট নেন সুলতানা খাতুন, রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার।
শুরু থেকে পাকিস্তানি ব্যাটাররা ছিল আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ২০ রান আসে অভিজ্ঞ বিসমাহ মারুফের ব্যাট থেকে। তিনি রানআউট হয়ে সাজঘরে ফিরলে এরপর পাকিস্তানি মেয়েরা আর থিতু হতে পারেনি। এ ছাড়া মুনিবা ১৬, নাতালিয়া ১৫ ও অধিনায়ক নিদা দার ১৪ রান করেন। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বোলাররা তাদের দায়িত্ব পালন করেছেন দারুণভাবে। এবার ব্যাটারদের কাজ নিখুঁত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ার।


প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ