সর্বশেষ সংবাদ :

গাজায় ২ লাখ ৬৪ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

সানশাইন ডেস্ক: জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণে গাজায় প্রায় ২ লাখ ৬৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
বাস্তুচ্যুত প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫০০ মানুষ গাজায় জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরে উঠেছেন। সেখানকার ৮৮টি বিদ্যালয়ে এসব শিবির খোলা হয়েছে। ৭৪ হাজারের মতো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অনেকে উপাসনালয়ে আশ্রয় নিয়েছেন।
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মাঝে খাদ্য বিতরণ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এদিকে ইসরায়েল সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে জানিয়েছে, গাজায় খাদ্য, ত্রাণ ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী ও হামাসের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।


প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩ | সময়: ৭:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ