মাদক প্রতিরোধে শপথ নিলো দুই শতাধিক শিক্ষার্থী

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়িতা পুরষ্কার প্রাপ্ত স্কুল শিক্ষিকা শেফালী খাতুনের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার দোগাছী লাইসিয়াম একাডেমী (কিন্ডারগার্টেন) চত্বরে আয়োজিত সভায় মাদক প্রতিরোধে শপথ নিয়েছে দুই শতাধিক শিক্ষার্থী।
পরে মেরীগাছা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় লাইসিয়াম একাডেমির প্রধান শিক্ষক মিরাজুর রহমান, সহকারী শিক্ষক আব্দুস সোবহান, সাবেক সেনা সদস্য মইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিনারুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা বক্তব্য রাখেন।
সভায় স্কুল শিক্ষিকা শেফালী খাতুন আশেপাশের কয়েকটি গ্রামের স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া দুই শতাধিক শিক্ষার্থীকে নিজে মাদক গ্রহণ না করাসহ এলাকায় মাদক প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। পরে তাদের অংশগ্রহণে একটি সচেতনতামুলক শোভাযাত্রা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


প্রকাশিত: জুন ২৭, ২০২৩ | সময়: ৫:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর