সর্বশেষ সংবাদ :

রাবির ভর্তিপরীক্ষার রুটিন প্রকাশ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিপরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তিনটি ইউনিটে আগামী ২৯ মে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩১ মে। বৃহস্পতিবার বিকেলে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এই তথ্য জানা যায়।
জনসংযোগ দফতর জানায়, ২৯ মে সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিজ্ঞান, কৃষি, জীববিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত সি ইউনিটে (বিজ্ঞান বিভাগ) প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর ক্রমান্বয়ে বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা, দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাকি তিনটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কলা, সামাজিকবিজ্ঞান, আইন ও চারুকলা অনুষদভুক্ত এ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ক্রমান্বয়ে বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা, দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাকি তিন শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ মে বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সি ইউনিটের (অ-বিজ্ঞান বিভাগ), বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায় অনুষদের বি ইউনিট (বাণিজ্য বিভাগ) এবং ১টা থেকে ২টা পর্যন্ত বি ইউনিটের অ-বাণিজ্য বিভাগের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: মে ১৯, ২০২৩ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ