সর্বশেষ সংবাদ :

নগরীতে লিটনের পক্ষে প্রচার লিফলেট বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে সভা সমাবেশ ও প্রচার অব্যাহত রয়েছে। রবিবার বিকালে রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের, সন্ধ্যা সাড়ে ৭ কোর্ট স্টেশন চত্বরে ২ নং ওয়ার্ডের অন্তর্গত হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, মহানগর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইপফাৎ আরা কামাল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনজুর হাসান মিঠু, রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বোয়ালিয়া (পূর্ব) থানা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পলি নাসরিন।
সভা সমূহে বক্তারা বলেন, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২১ জুন আবারও জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। রাজশাহীতে উন্নয়ন ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। এবার প্রয়োজন কর্মসংস্থানের। আর জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবার সেই কর্মসংস্থানের লক্ষ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, আমাদের প্রতিপক্ষ দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু তারা আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রকে আমাদের নগরবাসীকে একত্রিত হয়েই প্রতিহত করতে হবে।

সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এহসানুল্লাহ বাবু, হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন।
সভায় আরো বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত জাহিদুল ইসলাম প্রিন্স, হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
মহানগর যুবলীগ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে নগরীর ৪ নং ওয়ার্ডে প্রচার লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ আগামী ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে মেয়র পদে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সেই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সভাপতি রমজান আলী, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক বাপ্পি চৌধুরি রনি সহ নেতাকর্মীবৃন্দ।


প্রকাশিত: মে ৮, ২০২৩ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর