সর্বশেষ সংবাদ :

মাহে রমজান

স্টাফ রিপোর্টার : আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। আজ রবিবার রহমতের শেষ দিন। দেখতে দেখতে এরই মধ্যে আমাদের মাঝ থেকে রমজান মাসের ৯ দিন অতিবাহিত হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বারতা নিয়ে শুভাগমন ঘটে মাহে রমজানুল মোবারকের। অপরিসীম প্রতিদান লাভের উদ্দেশ্যে ইবাদত ও নেক আমলের মৌসুম রমজান মাস। তারই মাঝে রমজানের জুমার দিনগুলো আরো বিশেষ মহিমান্বিত। এমনিতেই বলা আছে, জুমার দিন গরিবের হজের দিন, পবিত্র ও পুণ্যের দিন।
রমজানের অন্য দিনের চেয়ে সব মসজিদে জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগ পরিপূর্ণ। পবিত্র রমজানের আজ অষ্টম দিনে জুমার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশ ও জাতির কল্যাণসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হবে। রমজানের ফজিলত ও গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতে ঘোষণা করেন- ‘রমজান হলো এ মাস, যে মাসে আমি কুরআন অবতীর্ণ করেছি।’ এ মাসকে বরকত-রহমত-মাগফিরাতের মাস বলা হয়। এ মাসে রয়েছে শবেকদরের মতো বরকতময় রাত, যা উম্মতে মোহাম্মদির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যা অন্য কোনো নবীর উম্মতের ভাগ্যে জোটেনি। শবেকদরের ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহর ঘোষণা হলো- ‘লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহরিন’ অর্থাৎ শবেকদরের এক রাত হাজার মাস থেকে শ্রেষ্ঠ। রমজানের গুরুত্বপূর্ণ ফজিলত হলো পুরো মাস রোজা রাখা ফরজ।


প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ