তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদ্রাসার ৫৩ শিক্ষার্থী

আদমদীঘি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫৩ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউপির প্রান্নাথপুর হাফেজিয়া মাদ্রাসার অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তিনি জুব্বা ও টাউজার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব খোরশেদ আলী খান, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ, ইউপির প্যানেল চেয়ারম্যান শাহীন হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সমাজ খাঁন, ইউপি সদস্য সাইদুল ইসলাম, ব্যবসায়ী ফিরোজ মোস্তফা কামাল বাবু, সরোয়ার হোসেন, যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম নয়ন, তানজিম মাহমুদ ফারুক ও কৃষকলীগ নেতা মিলন হোসেন প্রমূখ।
সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিন প্রান্নাথপুর হাফেজিয়া মাদরাসায় বিতরণ করা হয়েছে। নতুন কাপড় পেয়ে তাঁরা অত্যন্ত খুশি।


প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ